সদ্য ৬০ বছরের জন্মদিন গেল বাবার। মেয়ে মুম্বাই ছিলেন না। ফিরে বাবার কাছে গিয়েছিলেন তড়িঘড়ি। অনেকটা সময় কাটিয়ে যখন বেরোলেন, তখন কন্যা কাঁদছেন! চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। পাশে বাবা, তাঁর পিঠে হাত রেখে সামলাচ্ছেন। বাবার থেকে অনেক দূরে থাকেন তিনি? না। বাবার সঙ্গে কি অনেক দিন পরে দেখা হল তাঁর? পরিস্থিতি বলছে, তেমনও না। তা হলে কাঁদছেন কেন কন্যা?
গুঞ্জন, ৬০ বছরে এসে বাবা তৃতীয় প্রেম খুঁজে পেয়েছেন। সে কথা জন্মদিনের দিন আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন। সে সবের পর মেয়ে এসেছিলেন বাবার কাছে। নেটাগরিকেরা অনুমান করছেন, হয়তো বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি!
ভাইরাল হওয়া ভিডিয়ো বলছে, এই বাবা-মেয়ে আমির খান আর ইরা খান। খবর, দিন তিনেক আগে ৬০-এ পা রেখেছেন প্রযোজক-অভিনেতা। সে দিনই ঘোষণা করেছেন তাঁর নতুন প্রেম গৌরী স্প্র্যাটের কথা। জানা গিয়েছে, ইরা সে দিন শহরে ছিলেন না। মুম্বইয়ের বাইরে ছিলেন। শহরে ফিরেই বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি।
প্রসঙ্গত, বরাবর আমিরের ঘনিষ্ঠ ইরা। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাঁদের মেয়ে ইরা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তাঁর পাশে ছিলেন আমির। ইরার বিয়ের সময়েও গোটা পরিবারকে এক সারিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন ‘লাল সিংহ চড্ডা’। নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছেন। নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমির-কন্যার বিয়েতে অভিনেতার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা গিয়েছে রিনার পাশে। যেন নিজের মেয়েরই বিয়ে দিচ্ছেন। এসেছিলেন আমিরের বাকি দুই সন্তান জুনেইদ খান, আজ়াদ রাও খানও।
ছবিশিকারিরা ধাওয়া করলেও ইরা কারও সঙ্গে কথা বলেননি। যদিও গৌরীকে প্রকাশ্যে আনার পর আমির জানিয়েছিলেন, তাঁর দুই প্রাক্তন স্ত্রী-ই নাকি তাঁর নতুন সম্পর্কে খুশি। ছেলে-মেয়েরাও বাবাকে অভিনন্দন জানিয়েছেন।
এসএন