ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি প্রার্থী তাসলিমা, অভিবাসীদের উন্নয়নের অঙ্গীকার

আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন। সিটি কাউন্সিল ও আঞ্চলিক নির্বাচনের এই প্রক্রিয়ায় এবার বাংলাদেশিদের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রামের মেয়ে তাসলিমা জামান। ক্ষমতাসীন দল কোকোমুস-এর পক্ষে হেলসিংকিতে একমাত্র বাংলাদেশি প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি।

ফিনল্যান্ডের নির্বাচন কমিশন গত ১৩ মার্চ আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে নম্বর বরাদ্দ করেছে, যেখানে তাসলিমা জামানের জন্য বরাদ্দকৃত নম্বর ২২০।

তাসলিমা জামান তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন যে, তিনি অভিবাসী বিশেষ করে পিছিয়ে পড়া নারী ও পুরুষদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে কাজ করতে চান। এছাড়া, তিনি নারীর ক্ষমতায়ন, পোশাকের স্বাধীনতা, শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং খেলাধুলার উন্নয়ন ও যুবকদের কর্মসংস্থানের ওপর গুরুত্ব দিতে চান।

স্থানীয় কমিউনিটির স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন। পাশাপাশি, বাংলাদেশিদের জন্য ফিনল্যান্ড সরকারের মাধ্যমে বিকল্প কনস্যুলেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন, যাতে তারা ভারতীয় ভিসা জটিলতার সম্মুখীন না হন।

গত তিন মাস ধরে তাসলিমা জামান বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের সাথে নির্বাচনী পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন, যা ফিনল্যান্ডজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলা ভাষা ও সংস্কৃতির বিকাশের পাশাপাশি তিনি খেলাধুলার প্রসারেও কাজ করছেন।

ফিনল্যান্ডের নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে লাইব্রেরী ও পোস্ট অফিস গুলোতে আগাম ভোটের ব্যবস্থা করেছে। আগাম ভোট আগামী দুই থেকে ৮ এপ্রিল পর্যন্ত গ্রহণ করা হবে। আর চূড়ান্ত ভোট গ্রহণ হবে ১৩ ই এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে ১৬ই এপ্রিল। ফিনল্যান্ডে কমপক্ষে দুই বছর ধরে বসবাস করা যে কেউই এই নির্বাচনে ভোট দিতে পারবেন।

এসএন/টিএ

Share this news on:

সর্বশেষ