জোটের বৈঠকে পার্থকে ফখরুলের আমন্ত্রণ

শরিকদের ক্ষোভ প্রশমনে ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।

বৈঠকে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে। যিনি সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে দিয়েছেন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফলাফল জোট থেকে সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়ে এক দলীয় সিদ্ধান্তে বিএনপির চার নেতা সংসদ সদস্যের শপথ নেয়ায় তিনি জোট ত্যাগ করেন বলে জানিয়েছিলেন।

বিএনপি সূত্র জানায়, অন্য শরিকদের পাশাপাশি শনিবার রাতে গুলশান কার্যালয় থেকে আন্দালিভ রহমান পার্থকে ফোন করে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তবে পার্থ বৈঠকে যোগ না দেয়ার কথা জানিয়েছেন।

এরপর পার্থ যাতে বৈঠকে আসেন সেজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান তার সঙ্গে কথা বলেছেন।

জানা গেছে, বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থর বেরিয়ে যাওয়া এবং অন্য শরিক দলগুলোর নেতিবাচক প্রতিক্রিয়ার প্রেক্ষিতে জোটের এই বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপির মাধ্যমে বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকা না থাকাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এসব বিষয়ে একটি সুরাহা হবে বলে আশা করছি।

এছাড়া ভবিষ্যৎ রাজনীতিতে ২০ দলের কৌশল কী হবে, জোট থেকে কেউ কেউ বেরিয়ে গেছেন, কেউবা আলটিমেটাম দিয়েছেন- এসব বিষয়ে একটি সমাধান হতে পারে।

 

টাইমস/জিএস

Share this news on: