সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলায় আজ বজ্রপাতে সাইদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইদুল ইসলাম বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫ টারদিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জনায়, সেহেরি খাওয়ার পর ভোর ৫ টারদিকে বৃষ্টি মধ্যে সাইদুল ইসলাম বাড়ির উঠানে থাকা টিউবওয়েল থেকে পানি আনার জন্য বের হন। এসময় হঠাৎ বজ্রপাতে সাইদুল ইসলাম গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে দোয়ারা বাজার উপজেলা স্বfস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।