এরদোগানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক

তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে বুধবার সকালে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

এর আগে, তুর্কি কর্তৃপক্ষ তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করে, যা তাকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করতে পারে।

বুধবার (১৯ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইমামোগলুকে আটক করা হয়েছে অপরাধ সংগঠনের নেতা, ঘুস গ্রহণ, টেন্ডার প্রতারণা এবং সন্ত্রাসী সংগঠনের সহায়তার অভিযোগে।

৫৩ বছর বয়সি এই সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, তার দলের পক্ষ থেকে একটি অডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেছে এবং তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুলিশ ব্যবহার করার অভিযোগ তুলেছেন।

ইমামোগলু তুরস্কের অন্যতম শীর্ষ বিরোধী নেতার একজন, গত বছর ইস্তাম্বুল মেয়র নির্বাচননে এরদোগানের মনোনীত প্রার্থীকে পরাজিত করার পর থেকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাব্য শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। তিনি আগামী রোববার তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার কথা ছিল।

তার আটক হবার আগে, বিভিন্ন তদন্ত এবং মামলা চলছে, যেগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর মামলায় সাত বছরেরও বেশি কারাদণ্ড এবং রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা রয়েছে।

এরদোগানের সমর্থকরা জাতীয়তাবাদ, ইসলামি রক্ষণশীলতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন, অন্যদিকে ইমামোগলুর সমর্থকরা ধর্মনিরপেক্ষতা, সামাজিক গণতন্ত্র এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে সংস্কারের পক্ষে।

ইমামোগলুর বিরুদ্ধে সম্প্রতি যে গ্রেফতারি পরোয়ানা জারি এবং তার বিশ্ববিদ্যালয় ডিগ্রি বাতিল করা হয়েছে, তা তুরস্কের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। অনেকের মতে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং এরদোগানের ক্ষমতার প্রতি হুমকি হিসেবে তাকে নির্মূল করার প্রচেষ্টা। তবে এই প্রতিদ্বন্দ্বিতার ফলাফল তুরস্কের ভবিষ্যতের জন্য গভীর প্রভাব ফেলতে পারে।


এসএস/টিএ

Share this news on: