হামজাকে বাংলাদেশের মেসি বললেন জামাল ভূঁইয়া

হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সদস্য হিসেবে খেলবেন, তবে অধিনায়ক হিসেবে থাকছেন জামাল ভূঁইয়া। ২৫ মার্চ থেকে জাতীয় দলে তার অভিষেক হতে যাচ্ছে, এবং তিনি জামাল ভূঁইয়ার কাছ থেকে অনেক কিছু শিখতে চান, কারণ জামাল দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছেন।

এটা বাংলাদেশের ফুটবল দলের জন্য একটি বড় মুহূর্ত, বিশেষ করে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়ের জাতীয় দলে অভিষেক হওয়া!

জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক দীর্ঘদিন ধরে। এবার তার অধিনায়কত্বে খেলবেন হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ম্যাচের জন্য ভারতের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী অবসর ভেঙে ফিরে এসেছেন। সুনীল আসলেও হামজা আসায় বাংলাদেশই এগিয়ে থাকছে সেটা পরোক্ষভাবে বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সে (সুনীল) ভালো খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগ তো না। আমাদের ইংলিশ প্রিমিয়ারের খেলোয়াড় আছে।’

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তাঁর পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা চৌধুরী। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। হামজাকে বাংলাদেশের ফুটবল মেসি আখ্যায়িত করেছেন জামাল, ‘হামজা বাংলাদেশের মেসি।’

এসএস/টিএ

Share this news on: