৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল

পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলের গাজায় চালানো নির্বিচার হামলায় গত দুদিনে অন্তত ৯৭০ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা ৪৮ হাজার ৫৭৭ জনে পৌঁছায়। এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৫৪৭ জনে দাঁড়িয়েছে।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে সোমবার রাত থেকে গাজা উপত্যকায় নির্বিচার হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গত জানুয়ারিতে শুরু হওয়া এই ভঙ্গুর চুক্তির পর এটাই সবচেয়ে প্রাণঘাতী ইসরায়েলি হামলা বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, গাজায় নিযুক্ত জাতিসংঘের একটি ভবনে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। এই হামলায় সেখানে সংস্থাটির অন্তত একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় জাতিসংঘের প্রতিষ্ঠানে কাজ করা একজন বিদেশি কর্মী নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মধ্য-গাজার গভর্নরেটের সদরদপ্তরে ইসরায়েলি বোমা হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধারের পর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

দেশ কঠিন সময় অতিক্রম করছে, বললেন মির্জা ফখরুল Mar 20, 2025
জুলাই অভ্যুত্থানের ‘ইতিহাস বিকৃতি’র অভিযোগ আসিফের বিরুদ্ধে Mar 20, 2025
মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় সাজগোজ-কে জরিমানা Mar 20, 2025
সাঈদীর জন্য দোয়া করায় ইমাম বরখাস্ত, জানালেন বিস্তারিত Mar 20, 2025
সাজ্জাদের স্ত্রী ড্যান্সার তামান্না যেভাবে হয়ে উঠলেন ‘লেডি ডন’ Mar 20, 2025
ভারতের ভিসা ব'ন্ধে বিকল্প খুঁজছে বাংলাদেশীরা Mar 20, 2025
চকবাজারে তৈরি কসমেটিকস বিক্রি হচ্ছে নামীদামি বিদেশি ব্রান্ডের নামে Mar 20, 2025
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে যা জানালেন সেনাপ্রধান Mar 20, 2025
হামজাকে কতটা চেনে বাংলাদেশের দর্শক? Mar 20, 2025
ব্রাজিলে নতুন আ"ত"ঙ্ক! বাদুড়ের শরীরে মিলল নতুন করোনাভা"ইরাস Mar 20, 2025