বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্বের যেকোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় ওয়াশিংটন।

বুধবার (১৯ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

এদিনের ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জানতে চান। ওই প্রশ্নকারী বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ইসলামী চরমপন্থার ক্রমবর্ধমান হুমকি এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছেন। যদিও তিনি সরাসরি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেননি, তবে তিনি উদ্বেগগুলোকে তীব্রভাবে অস্বীকার করেছেন এবং এগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন। গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাফতের পক্ষে একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করছি। চলমান এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি ইউনূস সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বিবেচনা করছে?

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যেকোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার যেকোনও ঘটনার নিন্দা জানাই এবং বাংলাদেশের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানাই। আমরা এটাই দেখছি। এটাই আমরা প্রত্যাশা করি। এবং এটাই অব্যাহত থাকবে।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যাত্রা এখানেই শেষ হয়নি, স্বপ্ন পূরণ করতে লড়ে যাব : ফাহমিদুল Mar 21, 2025
img
উপদেষ্টা পরিষদের সভায় ৪ সিদ্ধান্ত গ্রহণ Mar 21, 2025
img
গাজায় গণহত্যা বন্ধে জামায়াত আমিরের ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান Mar 21, 2025
img
আশুলিয়ায় ১৩ বছরের কিশোরীকে ৩৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেফতার Mar 21, 2025
পুলিশ প্লাজার সামনে যা ঘটেছিল Mar 21, 2025
বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারবেন না যাত্রীরা Mar 21, 2025
ভারতে শেখ হাসিনার সাথে তুলসি গ্যাবার্ডের সাক্ষাৎ হয়েছে কি? Mar 21, 2025
যুক্তরাষ্ট্র ইউক্রেইনের জ্বালানি স্থাপনার মালিকানা নিতে চায় কেন? Mar 21, 2025
হামজাকে নিয়ে সতর্ক ভারত কোচ, বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন Mar 21, 2025
কোথায় আছেন সেই “সুন্দরীতমা”? Mar 21, 2025