বিএনপিকে অবমূল্যায়ন করার সুযোগ নেই: ফারুক

বিএনপিকে আন্ডারস্টিমেট (অবমূল্যায়ন) করার কোনও সুযোগ নেই বলে জানান বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, আজকে যারা বড় বড় কথা বলেন, সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ নির্বাচন, কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশে বিএনপিকে আন্ডারস্টিমেট করার সুযোগ নেই।

তিনি বলেন, হাসিনা মোদির আশ্রয়ে থেকে ড. ইউনূস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। তাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনাদের সমালোচনা হবে; আলোচনা হবে, কিন্তু আপনারা মনোবল হারাবেন না। আমরা আপনাকে সমর্থন দিচ্ছি এবং দিয়ে যাব। তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন, আপনারা হারলে বাংলাদেশ হেরে যাবে। জাতীয়তাবাদী শক্তি হেরে যাবে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে ফারুক বলেন, আপনাদের আশপাশের কিছু লোক আপনাদেরকে নিরাশ করার পরিকল্পনা করছে। এদেরকে সতর্ক করে দেন অথবা বের করে দেন। নির্বাচন বানচাল করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের সেই ষড়যন্ত্র রুখে দিতে হলে আমাদের ঐক্য থাকতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে।

তিনি বলেন, অবিচার যারা করেছেন, তারা নির্মমভাবে ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন। আওয়ামী লীগ হচ্ছে সেটির উদাহরণ। হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল আল্লাহ তা'আলার রহমতে ছাত্রজনতার আন্দোলনে হাসিনার পতন হয়েছে।

বাংলাদেশ প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পিরোজপুরে চালককে হত্যা, রিকশা ছিনতাই Mar 21, 2025
img
ভারত সরকারের বিরুদ্ধে ইলন মাস্কের এক্সের মামলা Mar 21, 2025
img
কুমিল্লায় ৩৩ লাখ টাকার ভারতীয় আতশবাজিবাজি জব্দ Mar 21, 2025
img
বেইজিং ঘোষণা বাস্তবায়ন করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার Mar 21, 2025
img
৫ তারিখে সফল না হলে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম: উপদেষ্টা আসিফ Mar 21, 2025
img
‘সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে,যা রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ Mar 21, 2025
img
‘সিকান্দার’ -এ থাকবে ‘গজনী’র মতো চমক, জানালেন এ. আর. মুরুগাদোস! Mar 21, 2025
img
‘নাগা আমার জন্য রাতে হট চকোলেট, কফি বানায়’ Mar 21, 2025
img
আমি কোনো রাজনীতিতে নেই: সোহেল তাজ Mar 21, 2025
img
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Mar 21, 2025