‘প্রিন্স বাজারে গরীবদের ৮০ শতাংশ ছাড়’ বলে ফেসবুকে নারীর ভুয়া স্ট্যাটাস!

প্রিন্স বাজারে গরিবদের ৮০ শতাংশ ডিসকাউন্টের টোকেন দেওয়া হচ্ছে- এমন একটি স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে প্রিন্স বাজারে গিয়ে এমন ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং এটা ভুয়া স্ট্যাটাস বলে জানিয়েছে প্রিন্স বাজার কর্তৃপক্ষ।

জানা গেছে, তাসমীম চৌধুরী নামের এক ফেসবুক ব্যবহারকারী গত ১১ মে সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।

ওই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন তার আপুর সাথে আড়ংয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা আড়ংয়ে না গিয়ে প্রিন্স বাজারে যান। সেখানে গিয়ে বিভিন্ন রকমের খাবার ৮০ শতাংশ ডিসকাউন্টে গরিবদের কাছে বিক্রি করা হচ্ছে দেখতে পান।

ওই সময়টাকে জীবনের সবচেয়ে ভালো সময় উল্লেখ করে তাসমীম চৌধুরী জানান, যেখানে চাল ছাড়া কখনো তারা হরলিক্স কিনার চিন্তাও করে নাই; সেই দিন সেখানে তারা হরলিক্স ও লিচু ক্রয়ও করেছে। এছাড়াও হাসি মুখে তাদের সাহায্য করছেন সেলসম্যানরা।

তাসমীম চৌধুরী ওই স্ট্যাটাসটি সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত সাত হাজার ৪৮৮ জন শেয়ার করেছেন। ৩৬ হাজার জন লাইক দিয়েছে।

তবে সোমবার মিরপুর ১২ নম্বর প্রিন্স বাজারে গিয়ে দেখা গেছে, অন্য দিনের মত তাদের বেচাবিকি চলছে। গরিবদের জন্য কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হয় নাই।

তবে প্রিন্স বাজারের সহকারী ব্যবস্থাপক সুমন আহমেদ বাংলাদেশ টাইমস’কে বলেন, একটি সামাজিক সংগঠনের উদ্যোগে গরীব অসহায় মানুষকে আমাদের এখান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে দিছে। এ সময় অসহায় মানুষগুলো আমাদের দোকানে এসে নিজেদের পছন্দের জিনিস নিয়ে গেছে। জনপ্রতি ২৩০০ টাকা বরাদ্দ ছিল।

তবে এ সময় দোকানে থাকা অন্য ক্রেতারা বিষয়টি না বুঝেই ধারণা করছে প্রিন্স বাজার গরিবদের জন্য আলাদা টোকেনের ব্যবস্থা করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন সুমন আহমেদ।

 

 

টাইমস/কেআরএস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
ধান কাটা, ঝড়-বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম ছিল, তবে সন্তোষজনক : ওবায়দুল কাদের May 08, 2024
img
২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া! May 08, 2024
img
সাকিব-সৌম্য-মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা May 08, 2024
img
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০-৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি May 08, 2024
img
জনগণের কষ্ট লাঘবে সরকার সবসময় সচেষ্ট: প্রধানমন্ত্রী May 08, 2024
img
এক লাফে ৭ টাকা বেড়ে ডলারের দাম উঠল ১১৭ টাকায় May 08, 2024
img
শুধু ইসলাম নয়, সব ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করছে সরকার’ May 08, 2024
img
বাংলাদেশে করোনা টিকা চলবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী May 08, 2024
img
হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী May 08, 2024
img
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত May 08, 2024