কথায় আছে, পশুরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। তবে প্রচলিত এ কথার বাইরে নানা ঘটনার সাক্ষী হয়ে থাকে সমাজ। তেমনিভাবে সম্প্রতি একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। নিজের তিন সন্তানকে হত্যার স্বামীকে নিয়ে সেহরি করেছেন এক মা।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মিসরে এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটেছে যা দেশকে হতবাক করে দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এক মা তার স্বামীর জন্য সেহরি তৈরির আগে তার তিন সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী তার দুই মেয়ে এবং এক ছেলে - শাহদ (১২), মাহমুদ (৭) এবং আয়াকে (৫) ভোরবেলা সেহরির আগে হত্যা করেন। এরপর তিনি পরিবারের জন্য সেহরি তৈরি করেন এবং স্বামীর সঙ্গে সেহরি সম্পন্ন করেন।
কালিউবিয়া গভর্নরেটের খানকার কাফর হামজা এলাকায় অবস্থিত এজবেত এল মানতাউইত এলাকায় এমন ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাদের একে একে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মিসরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সুজান নামের ওই নারী মানসিক অসুস্থতায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। এর ফলে তিনি এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন। গত শনিবার (১৫ মার্চ) ভোরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এটিতে তীব্র মানসিক অসুস্থতা বলে উল্লেখ করা হয়েছে।
গালফ নিউজ জানিয়েছে, অভিযুক্ত নারীর স্বামী এ ঘটনার ব্যাপারে অবগত ছিলেন না। পুলিশকে অবহিত করার পর কর্তৃপক্ষ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এমআর/এসএন