মামলা দিয়ে জাতীয় পার্টিকে দমানো যাবে না। হুসেইন মুহম্মদ এরশাদের নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো। প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২০ মার্চ) হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত আলোচনা সভায় দুদকের মামলা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এরশাদের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে কেট কাটেন জিএম কাদের।
জিএম কাদের আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন নাকি আমি দুর্নীতি করেছি। সেই মামলা হচ্ছে। এসব মামলা দিয়ে মুখ বন্ধ করতে পারবে না।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া,
লিয়াকত হোসেন খোকা ,জহিরুল ইসলাম জহির,জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন,মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডঃ নূরুল আজহার শামীম, মোঃ হারুন আর রশিদ,মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,এম এ সোবহান ,মোঃ আকতার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হেলাল উদ্দিন, জুবের আলম রবিন, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ সোহেল রহমান, মোঃ আঃ হান্নান,মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
এমআর/এসএন