রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার অন্তর্বর্তী নেতা আহমেদ আল-শারাকে একটি বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট পুতিন সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টায় সমর্থন জানিয়েছেন এবং মস্কোর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পুতিন শারাকে বলেছেন যে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার স্বার্থে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করেন।
পুতিন নিশ্চিত করেছেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ রুশ-সিরীয় সম্পর্ক জোরদার করার জন্য দ্বিপাক্ষিক এজেন্ডার সমস্ত বিষয়ের ওপর সিরিয়ার নেতৃত্বের সঙ্গে সরাসরি সহযোগিতা বিকাশে রাশিয়ার প্রস্তুতি রয়েছে।
৫০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতাসীন আসাদ পরিবারের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে থাকা ক্রেমলিন এই মাসের শুরুতে বলেছিল, তারা একটি ঐক্যবদ্ধ এবং বন্ধুত্বপূর্ণ সিরিয়া দেখতে চায়। কারণ সেখানকার অস্থিতিশীলতা সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করতে পারে।
ডিসেম্বরে রয়টার্স জানিয়েছে, আসাদের আলাউইত সম্প্রদায়ের অধ্যুষিত পাহাড়ের পোস্টগুলো থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া। কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত তার দুটি প্রধান ঘাঁটি - লাতাকিয়ার হামেইমিম বিমানঘাঁটি এবং তারতুসে নৌঘাঁটি ত্যাগ করেনি।
এসএস/এসএন