সম্প্রতি এক অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতকে জিজ্ঞেস করা হয়, আজকের প্রজন্মের কোন অভিনেত্রী তার আইকনিক ‘এক, দো, তিন’ গানের রিমেকে কাজ করতে পারেন? এক মুহূর্তও দেরি না করে তিনি নাম বলেন রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানির। রাশার নাচের দক্ষতার প্রশংসা করেন মাধুরী।
মাধুরী বলেন, “রাশার মধ্যে যেভাবে নাচের প্রতি ভালোবাসা ফুটে ওঠে, তা সত্যিই প্রশংসনীয়। তার ডান্সে একটি আলাদা কম্পোজার ও এনার্জির মিশ্রণ আছে, যা ‘এক, দো, তিন’-এর মতো গানকে নতুনভাবে উপস্থাপন করার জন্য আদর্শ।”
এছাড়া, মাধুরী আরও জানান, রাশার ডেবিউ সিনেমা ‘আজাদ’-এর গান ‘উইয়ি আম্মা’ বর্তমানে তার প্রিয় ডান্স ট্র্যাকগুলোর একটি। এই গানে রাশার উচ্ছ্বাসপূর্ণ পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পাওয়া ‘উইয়ি আম্মা’ গানটি মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। রাশা সেখানে যেমন চমৎকার নৃত্য শৈলী প্রদর্শন করেছেন, তেমনি তার অভিব্যক্তিও গানটির সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
এসএম