চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের পাশে ভারত!

চীনকে চাপে রাখতে ভারতকে পাশে চান ডোনাল্ড ট্রাম্প। সামরিক জোট ‘কোয়াড’ এর পাশাপাশি আমেরিকার নেতৃত্বাধীন নতুন জোট 'স্কোয়াড’-এ ও নয়াদিল্লিকে চান তিনি। জাপান, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সকে নিয়ে গঠিত আমেরিকার নেতৃত্বাধীন ওই সামরিক জোটে ভারত এবং দক্ষিণ কোরিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের দাবি।

ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেজিংয়ের আধিপত্য রুখতে আমেরিকার নেতৃত্বেই ২০০৭ সালে ‘কোয়াড’ (কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ) গঠিত হয়েছিল। ওই সামরিক জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানও।দক্ষিণ চীন সাগরে লালফৌজের দাপট প্রতিরোধ করতে এবং তাইওয়ানের নিরাপত্তার স্বার্থে গত বছর হাওয়াইয়ে আনুষ্ঠানিক ভাবে ‘স্কোয়াড’ গঠন করেছে পেন্টাগন।

এদিকে, দক্ষিণ চীন সাগরের দখলদারি নিয়ে দীর্ঘ দিন ধরেই ফিলিপিন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশগুলির সঙ্গে চীনের বিরোধ রয়েছে। এ বার সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় আমেরিকা।

ইতিমধ্যেই ফিলিপিন্সের তরফে এ বিষয়ে নয়াদিল্লির কাছে আমন্ত্রণ পৌঁছেছে বলে জানা গেছে। ফিলিপিন্স সেনাপ্রধান জেনারেল রোমিও এস ব্রাউনার নয়াদিল্লিতে একটি আলোচনাসভায় যোগ দিতে এসে সেই ইঙ্গিতও দিয়েছেন। তিনি বলেন, ‘‘দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের খবরদারি রুখতে আমরা আগামী দিনে ‘স্কোয়াড’-কে প্রসারিত করতে চাই।’’

একাধিক বার ওই জোটের সামরিক মহড়ায় ভারত ও প্রশান্ত মহাসাগরে শক্তি প্রদর্শন করেছে নয়াদিল্লি। কিন্তু ‘স্কোয়াড’ সরাসরি চীনের প্রভাব বলয়ের অন্তর্গত। ফলে চিনের সঙ্গে সরাসরি সংঘাতের সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ভারত।

এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
এক নজরে দেখে নিন আইপিএলে পূর্নাঙ্গ সূচি Mar 22, 2025
৫ তারিখে সফল না হলে কী পরিকল্পনা ছিল আসিফ-নাহিদদের? Mar 22, 2025
বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নাহিদের Mar 22, 2025
আওয়ামী লীগের বিচার প্রশ্নে যা বললেন নাহিদ ইসলাম Mar 22, 2025
জরুরী সংবাদ সম্মেলন ডেকে যা বললেন নাহিদ ইসলাম Mar 22, 2025
img
এই সময়ে কেন রাজনৈতিক বক্তব্য দিলেন না পার্থ? Mar 22, 2025
নানামুখী সংকটে ধুঁকছে তৈরি পোশাক রপ্তানিসহ শিল্পখাত Mar 22, 2025
'ক্যান্টনমেন্ট থেকে' আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, অ'ভি'যো'গ হাসনাত আব্দুল্লাহ'র Mar 22, 2025
নির্বাচনের সময় নিয়ে কি ভাবছে নাগরিক পার্টি? Mar 22, 2025
ছোট ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা শাকিবের Mar 22, 2025