ব্রাজিল ম্যাচের আগে আরেক হোঁচট খেলো আর্জেন্টিনা

এমনিতেই ইনজুরিতে জর্জরিত দল। নেই লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, পাওলো দিবালার মতো তারকারা। তার উপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আরেক হোঁচট খেলো আর্জেন্টিনা।

কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার (২২ মার্চ) উরুগুয়ের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। তারকাদের অনেকে না থাকলেও লিওনেল স্ক্যালোনির কোচিং কৌশলে নতুন ও অভিজ্ঞদের মিশ্রণে সাজানো দলটি দারুণ খেলাই উপহার দিয়েছে। উরুগুয়ের ঘরের মাঠ থেকে ১-০ গোলের জয়ে আদায় করে নিয়েছে পূর্ণ ৩ পয়েন্ট।

অথচ নিজেদের ঘরের মাঠে এই দলটির কাছেই মেসিদের নিয়েও বিশ্বকাপ বাছাইয়ের আগের দেখায় ২-০ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। মেসি-লাউতারোদের অনুপস্থিতির দিনে জাদু দেখিয়েছেন ২৩ বছরের মিডফিল্ডার থিয়াগো আলমাদা। হুলিয়ান আলভারেজের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে কোনাকুনির শটে তিনি পরাস্ত করেন উরুগুয়ের গোলরক্ষককে। ৬৮তম মিনিটে হজম করা সে গোল নির্ধারিত সময় শেষেও শোধ করতে পারেনি উরুগুয়ে। আর্জেন্টিনাও স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ছিল। তবে বিপত্তি বাঁধে একেবারে শেষদিকে গিয়ে।
আরও পড়ুন: উরুগুয়েকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে এক পা আর্জেন্টিনার

যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে আকাশে বাসা বল পা দিয়ে ক্লিয়ার করতে গিয়ে উরুগুয়ের ডিফেন্ডার নাহিতান নান্দেজের মুখে আঘাত করে বসেন। তাতে ম্যাচ রেফারি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান। যদিও নান্দেজের সঙ্গে গুরুতর কিছু ঘটেনি। তবে সরাসরি লাল কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস।

আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। মেসি, লাউতারো, দিবালাদের অনুপস্থিতিতে আক্রমণভাগ সামলাতে হুলিয়ান আলভারেজের সঙ্গে নিকোর উপর আস্থা ছিল কোচ স্ক্যালোনির। তবে উরুগুয়ে ম্যাচে বদলি নেমেও লাল কার্ড দেখায় এবার আর্জেন্টাইন কোচকে ব্রাজিল ম্যাচে দল সাজানো নিয়ে পড়তে হচ্ছে বাড়তি দুশ্চিন্তায়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানলেও আমরা হস্তক্ষেপ করতে পারিনি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী Mar 23, 2025
সেনাবাহিনীকে নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ Mar 23, 2025
ঢাকার সড়কে রিকশা নিয়ন্ত্রণে ডিএমপির পরীক্ষামূলক ‘ট্র্যাপার’ স্থাপন Mar 23, 2025
শাহবাগে আ.লীগ নি'ষিদ্ধে ডাকা সমাবেশে যা জানালেন হাসনাত আবদুল্লাহ Mar 23, 2025
রাজনৈতিক দল গুলোকে আ.লীগ ইস্যূতে যা বললেন আমার দেশ সম্পাদক Mar 23, 2025
ইনক্লুসিভ ইলেকশনের বয়ান নিয়ে যা বললেন হাসনাত Mar 23, 2025
আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা নিয়ে যা বলছেন শিক্ষার্থীরা Mar 23, 2025
সেনাবাহিনীর উপর আমাদের কোনো রাগ-ক্ষো-ভ নেই Mar 23, 2025
আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা নিয়ে যা বলছে জনগণ Mar 23, 2025
সেনাবাহিনীকে নিয়ে যে কথা বললেন মাহমুদুর রহমান Mar 23, 2025