আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলা হলেও এবারের আইপিএলে কোনো দল পাননি কেন উইলিয়ামসন। তবে আজ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ভিন্ন ভূমিকায় দেখা যাবে তাকে।
আইপিএলের এবারের আসরে ধারাভাষ্যকার হিসেবে দেখা যাবে উইলিয়ামসনকে। এরই মধ্যে আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা প্রকাশ করেছে সম্প্রচারকারী চ্যানেল।সেখানে নাম আছে সাবেক এই কিউই অধিনায়কের।
আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। যদিও দুই ম্যাচের বেশি খেলা হয়নি তার। সেসব ম্যাচে বলার মতো কিছু করতেও পারেননি।এবারও তিনি নিলামে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। তবে মেগা নিলামে কোনো দল তার প্রতি আগ্রহ দেখানয়নি।
সেই সুযোগেই আইপিএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন এই কিউই ক্রিকেটার। আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে আরও থাকছেন সুনীল গাভাস্কার, রবি শাস্ত্রী, বীরেন্দর শেবাগ, অনিল কুম্বলে, হরভজন সিংহ, অজয় জাদেজা, নভজ্যোৎ সিং সিধু, আকাশ চোপড়া ও সঞ্জয় মাঞ্জরেকার।
সেখানে আরো ধারাভাষ্য দিতে দেখা যাবে মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মার্ক বাউচার, রুদ্রপ্রতাপ সিং, শিখর ধাওয়ান, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, এবি ডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ, রবিন উথাপ্পা, অম্বাতি রায়ডু, মোহাম্মদ কাইফ ও পীযূষ চাওলাকে।
আজ শনিবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর।
এমআর/এসএন