ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই হামাস নেতার নাম সালাহ আল-বারদাউইল।

হামলায় তার স্ত্রীও নিহত হয়েছেন। গাজার খান ইউনিসে তাদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত হন তারা। রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যম বলছে, খান ইউনিসে নিজেদের তাঁবুতে ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন বলে কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে।

এর আগে খান ইউনিসে একটি বাড়িতে ইসরায়েলি অভিযানে চারজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছিল।

নিজেদের লাইভ আপডেটে আল জাজিরা বলছে, গত কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় ভয়াবহ ও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। গাজার দক্ষিণে খান ইউনিস শহরকে লক্ষ্য করে এসব আক্রমণ চালানো হয়েছে।

খান ইউনিস শহরের পশ্চিমে সংঘটিত দুটি হামলার মধ্যে একটিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল-বারদাউইল তার স্ত্রীসহ নিহত হয়েছেন। তারা শহরটির আল-মাওয়াসি এলাকায় নিহত হয়েছেন।

আর জাজিরার রিপোর্টার তারেক আবু আযম বলেছেন, এখানকার পরিস্থিতি এখনও সংকটজনক। আমি যখন কথা বলছি তখনও আমি মধ্য গাজায় ইসরায়েলি ড্রোনগুলোর উড্ডয়নের শব্দ শুনতে এবং দেখতে পাচ্ছি।

সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা শুরু করেছে। এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে সংঘর্ষ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে।

অবশ্য গাজার দক্ষিণে রাফাহ এবং উত্তরে বেইত হানুনে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ এবং নেটজারিম করিডোরের আংশিক নিয়ন্ত্রণ নেওয়া সত্ত্বেও ইসরায়েলি সৈন্য এবং হামাস যোদ্ধাদের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনও সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আর জাজিরা।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
৫ আগস্ট চাঁনখারপুলে গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন এসেছে : চিফ প্রসিকিউটর Mar 27, 2025
img
আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, অপ্রত্যাশিত কিছু ঘটবে না : নাসিমুল গনি Mar 27, 2025
img
গণতন্ত্রের অগ্রযাত্রায় বান কি মুনের সমর্থন চান ড. ইউনূস Mar 27, 2025
img
এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সঙ্গে জড়িত : প্রধান উপদেষ্টা Mar 27, 2025
img
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত, আহত ৫ Mar 27, 2025
img
মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স Mar 27, 2025
img
ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর Mar 27, 2025
মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের স্ট্রাকচার সম্পর্কে অবগত ছিলেন না শিক্ষার্থীরা Mar 27, 2025
ডাকাত কি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল? কি বলছে ডিএমপি Mar 27, 2025
বোয়াও সম্মেলন, উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দিলেন প্রধান উপদেষ্টা Mar 27, 2025