ব্যাট কিনে দোকান মালিকের টাকা দেননি পাকিস্তান ক্রিকেটার

পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি ব্যাট কিনে টাকা পরিশোধ করেননি। এই ঘটনা গত বছর যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় ঘটে বলে দাবি করা হচ্ছে, তবে অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। সংবাদকর্মী জানিয়েছেন, ওই ক্রিকেটার 'জনপ্রিয়' এবং তিনি দোকানির ফোনকলেও সাড়া দিচ্ছেন না।

অভিজ্ঞ সাংবাদিক ওয়াহিদ খান নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি টুইটে এই তথ্য শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পাকিস্তানের এক জনপ্রিয় ক্রিকেটার নিউজার্সির একটি দোকান থেকে তিনটি ব্যাট কিনেছিলেন। দোকানের মালিক নিউইয়র্কে গিয়ে ওই ব্যাটগুলো পৌঁছে দিয়েছিলেন, তবে এখনো ব্যাটের মূল্য পরিশোধের জন্য অপেক্ষা করছেন, আর অভিযুক্ত ক্রিকেটার তার ফোনকলে সাড়া দিচ্ছেন না।"

এমন বিব্রতকর অভিযোগ তোলা ওই সাংবাদিক একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত বলে উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’। ব্যাটের টাকা পরিশোধ না করার ওই পোস্টে ব্যাপক প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এমনকি ওই ক্রিকেটার কে হতে পারেন তারা সেই জল্পনাও শুরু করেছেন। একইসঙ্গে এই ঘটনা সত্যি হলে, পাকিস্তান ক্রিকেটের আরও সম্মানহানি ঘটবে বলে আশঙ্কা করছেন কেউ কেউ।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল পাকিস্তান। ভারত এবং নবাগত যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে তারা খাদের কিনারায় চলে যায়। এরপর আয়ারল্যান্ড ও কানাডাকে পরাজিত করলেও বাবর আজমের দল পরের রাউন্ডের টিকিট পায়নি। এমন দলীয় ব্যর্থতার পর ব্যাট কিনে মূল্য পরিশোধ না করার অভিযোগ পাকিস্তানের জন্য আরও বেশি বিব্রতকর।

অবশ্য পাকিস্তান কেবল টি-টোয়েন্টি বিশ্বকাপই নয়, আইসিসি ইভেন্টে লম্বা সময় ধরেই সাফল্য পাচ্ছে না। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা কাটিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ঘরের মাঠে ২৯ বছর পর আইসিসি ইভেন্ট প্রত্যাবর্তনের মুহূর্তটা আনন্দঘন করতে পারল না মোহাম্মদ রিজওয়ানের দলটি। গ্রুপপর্বে তারা নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেই বিদায় নিশ্চিত করে। এরপর বাংলাদেশের বিপক্ষে অবশিষ্ট ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় কোনো ম্যাচ না জিতেই লজ্জার কীর্তি গড়ে টুর্নামেন্টটির আয়োজকরা।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে : মির্জা ফখরুল Mar 24, 2025
নাম মঙ্গল শোভাযাত্রা’ই থাকছে,বক্তব্য মিসকোট করা হয়েছে: ফারুকী Mar 24, 2025
ইমাম – মুয়াজ্জিনদের ক্ষুদ্র ঋণ দেবে সরকার Mar 24, 2025
কাঠগড়ায় দাঁড়িয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পলক Mar 24, 2025
এবারের ঈদে লম্বা ছুটিতে ঢাকা ছাড়বেন পৌনে দুই কোটি মানুষ Mar 24, 2025
তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, কথা বলেছেন পরিবারের সঙ্গে Mar 24, 2025
img
ভিসা ও নাগরিকত্ব ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য Mar 24, 2025
অনুমতিহীন ‘বিশেষ বৈঠক’ নিয়ে ব্যাখ্যা চাইল পুলিশ সদর দপ্তর Mar 24, 2025
অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক অ্যাকাউন্ট এনবিআরের নজরে Mar 24, 2025
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘেরাও করে যা বলছে শহীদ পরিবার Mar 24, 2025