খেলা চলাকালীন মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্রিকেট তারকা তামিম ইকবাল। শারীরিক অবস্থার অবনতি দেখা গেলে তাকে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়।
জানা গেছে, সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে রিং পড়ানো হয়েছে।
জাতীয় এই ক্রিকেট তারকার অসুস্থতার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করছে দেশবাসী। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও একই কামনা করছেন।
তামিমের সুস্থতা কামনা করে দেশের শীর্ষ তারকা শাকিব খান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।
এদিকে তামিম ইকবালের সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, তামিম ইকবালের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। সবার কাছে দোয়ার আবেদন থাকল।
আরএইচ/এসএন