AR Murugadoss অবশেষে নিশ্চিত করলেন— গজিনি ২ এখন প্রাথমিক পরিকল্পনার স্তরে রয়েছে। এই বহুল প্রতীক্ষিত সিকুয়েল নিয়ে ইতিমধ্যেই বলিউড ও কোলিউডে উত্তেজনার ঢেউ উঠেছে।
দুটি ভাষায় নির্মাণ: হিন্দি ও তামিল
হিন্দি ভার্সন: আমির খান ফিরছেন তাঁর আইকনিক চরিত্রে। পরিচালক মুরুগাদোস সম্প্রতি Sitaare Zameen Par-এর সেটে আমিরের সঙ্গে দেখা করে সংক্ষিপ্ত আলোচনা করেছেন
পরবর্তীতে ফোনে কথোপকথন চলছে।
তামিল ভার্সন: সুরিয়া আবারও মুখ্য ভূমিকায় থাকছেন প্রজেক্টে যুক্ত প্রযোজক আল্লু আরবিন্দ–এর ভিশনে সুরিয়া বেশ উত্তেজিত। গজিনি (২০০৮) – রি-রিলিজ ও ঐতিহ্য আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে সিনেমাটি ফের থিয়েটারে রি-রিলিজ করা হয়। এই ছবি এখনো স্মরণীয় তার মেমোরি লস থিম, হাই-ইন্টেন্স অ্যাকশন এবং গভীর আবেগময়তার জন্য পরবর্তী ধাপ কী?
বর্তমানে যেহেতু সিকান্দার (মুরুগাদোস), সিতারে জমিন পার (আমির) ও সুরিয়ার চলমান প্রজেক্ট-এ সবাই ব্যস্ত, তাই চূড়ান্ত ঘোষণা কিছুটা সময় নেবে। তবে পরিচালক ইঙ্গিত দিয়েছেন, এটি সরাসরি সিকুয়েল নয়, বরং নতুন গল্প হবে, যার মধ্যে থাকবে গজিনির থিমেটিক কান্টিনিউটি।
আরএইচ/এসএন