পারিশ্রমিকে ইতিহাস গড়লেন আল্লু

‘পুষ্পা ২’ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর, আল্লু অর্জুন একটি মেগা-বাজেটের প্যারালাল ইউনিভার্স নির্ভর ফিচার ফিল্ম ‘এ৬’ (A6)-এর জন্য অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতিও।

জানা গেছে, আল্লু এই ফিচার ফিল্মের জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন যা হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক।

একটি সূত্র জানিয়েছে, আল্লু প্রযোজক সান পিকচার্সের সঙ্গে ১৭৫ কোটি রূপির একটি চুক্তি করেছেন। সেইসাথে সিনেমার লভ্যাংশের ৫ শতাংশ অংশীদারিত্বের একটি ব্যাক এন্ড চুক্তিও করেছেন।

চলতি বছরের আগস্ট থেকে সিনেমার শুটিং শুরু হবে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে সিনেমাটির কাজ শেষ করে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়াই নাকি লক্ষ্য।

‘এ৬’কে একটি উচ্চমানের ভিএফএক্স প্রকল্প বলে মনে করা হচ্ছে। কারণ সিনেমাটিতে নির্মাতা একটি সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করবেন, যেখানে আখ্যানের মাধ্যমে উঠে আসবে রাজনীতি।

তবে ভিজ্যুয়ালের ক্ষেত্রে নতুনত্ব থাকা সত্ত্বেও সিনেমায় অ্যাটলির নিজস্ব স্টাইল বজায় থাকবে। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে, অ্যাটলি এবং আল্লু উভয়ের ক্যারিয়ারের জন্যই মাইলফলক।
বলা দরকার, ‘পুষ্পা ২’ সিনেমা মুক্তির পর আল্লুর কাছে এসেছে অনেক সিনেমার অফার। কিন্তু তিনি তাঁর পরবর্তী সিনেমার জন্য বেছে নিয়েছেন অ্যাটলির ‘এ৬’কে।

উল্লেখ্য, ‘এ৬’ ছাড়াও আল্লু ত্রিবিক্রমের সঙ্গে একটি সিনেমা করছেন, যা ২০২৬ সালের মাঝামাঝি মুক্তি পাবে।

এসএন 

Share this news on: