বিজয়- রাশমিকার সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছে গুঞ্জন। যদিও তাঁরা কখনও সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খোলেননি, কিন্তু আকার ইঙ্গিতে নিজেদের মধ্যে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই দুই তারকা। এই সম্পর্কের জল্পনা এবার আরও উসকে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান।
বর্তমানে রাশমিকা সালমান খান পরিচালিত সিনেমা 'সিকান্দার'-এ অভিনয় করছেন, যেখানে তাঁর সহ-অভিনেতা সালমান। এই সিনেমার প্রচার অনুষ্ঠানে নায়ক-নায়িকার বয়সে ৩১ বছরের ব্যবধান নিয়ে প্রশ্ন উঠেছ । এই প্রসঙ্গে সালমান বলেন, ‘নায়িকার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনার কিসের সমস্যা? এরপরে রাশমিকার বিয়ে হয়ে যাবে। ওর সন্তানসন্ততি হবে। তারাও তো বড় হয়ে কাজ করবে। মায়ের থেকে তারা অনুমতি তো পেয়েই যাবে।"
সালমানের এই মন্তব্যের পর, বিজয় এবং রাশমিকার বিয়ের বিষয়ে গুঞ্জন আরও তীব্র হয়ে উঠেছে। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই এই দুই তারকা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে পারেন।
এছাড়া, সালমান রাশমিকার কাজের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, "রাশমিকা ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ করে তারপর আমাদের সিনেমার শুটিংয়ে যোগ দিতেন। পরদিন সকালে আবার ‘পুষ্পা ২’-এর শুটিংয়ে ফিরে যেতেন।"
এভাবে, রাশমিকার কঠোর পরিশ্রম এবং সালমানের মন্তব্যের মাধ্যমে, বিজয় ও রাশমিকার সম্পর্ক নিয়ে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যা বিনোদন অঙ্গনে নতুন প্রশ্ন এবং আলোচনা সৃষ্টি করেছে।
এসএস/টিএ