টুইটারেও নিষিদ্ধ মিয়ানমার সেনাপ্রধান

রোহিঙ্গা গণহত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মিয়ানমার সেনাপ্রধানের টুইটার অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তার অ্যাকাউন্টটি বাতিল করে টুইটার কর্তৃপক্ষ।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি সপ্তাহে জেনারেল মিন অং হ্লয়াইংয়ের অ্যাকাউন্টটি বাতিল করা হয়। এর আগে তার ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেয়া হয়।

২০১৭ সালে মিয়ানমারের সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে সাত লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। রোহিঙ্গাদের উচ্ছেদ, নির্যাতন, হত্যা, ধর্ষণের মূল পরিকল্পনাকারী হিসেবে সেনাপ্রধান মিন অং হ্লয়াইংয়ের নাম এসেছে বিভিন্ন তদন্ত প্রতিবেদনে।

 

টাইমস/জিএস

Share this news on: