রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় পাহাড়ে আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামের এক জুমচাষির মৃত্যু হয়েছে।জানা যায়, মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাজেক পর্যটনকেন্দ্রের পাশে নিজের পাহাড়ে জুমে আগুন দেন তুহিন ত্রিপুরা। এ সময় তীব্র বাতাসের ফলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে আগুনের মাঝে আটকা পড়ে তুহিন ত্রিপুরার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।
পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়।