শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে সচিব ওএসডি, কর্মকর্তা বরখাস্ত

স্বাধীনতা দিবসে ‘শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার’ আহ্বান জানানো চিঠি ফেসবুকে ভাইরাল হওয়ার পর গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে’কে ওএসডি করা হয়েছে।
 
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে তাকে ওএসডি করা হয়। একই ঘটনায় সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসন বিভাগ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বিশেষ প্রার্থনার জন্য সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দেওয়া হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে স্বাক্ষরিত গত ২০ মার্চের চিঠিতে উল্লেখ করা হয় ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’
 
মঙ্গলবার দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে ক্ষোভের সঞ্চার হয়। কিছুক্ষণ পর ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা’ অংশটুকু বাদ দিয়ে একই তারিখ উল্লেখ করে সংশোধিত আরেকটি চিঠি ইস্যু করেন নমিতা দে।বিষয়টি অবগত হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে। আর হামিদা খাতুনকে সাময়িক বরখাস্ত করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান।
 
এ বিষয়ে সিটি কর্পোরেশনের সচিব (উপ-সচিব) নমিতা দে বলেন, প্রশাসনিক কর্মকর্তা হামিদা খাতুন প্রথম চিঠিটি অন্যান্য ফাইলের সঙ্গে গোলমাল পাকিয়ে তাড়াহুড়ো করে স্বাক্ষর করিয়ে নেন। হামিদা খাতুন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি জানার পর দ্রুত সংশোধিত চিঠিটি ইস্যু করেছি।

অনিচ্ছাকৃত এ ভুলের জন্য নমিদা দে অনুতপ্ত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন তিনি। যোগাযোগ করা হলেও এ বিষয়ে হামিদা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি।এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিকেলে সচিব নমিতা দে’কে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি তাকে এবং হামিদা খাতুনকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ খান স্বাক্ষরিত চিঠিতে তিন কার্য দিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।


এমআর

Share this news on:

সর্বশেষ

যেখানেই গিয়েছি, সব জায়গায় নিজেকে উন্নতি করার চেষ্টা করি : সাইফ হাসান Nov 16, 2025
সাভারে উন্মুক্ত সভায় জনতার কথা: সমাধানের আশ্বাস দিল প্রশাসন Nov 16, 2025
কিয়েভে নিহত ৭, আকাশ প্রতিরক্ষা বাড়াতে চান জেলেনস্কি Nov 16, 2025
img

সাইফ হাসান

মুশফিক ভাই তো আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণার জায়গা Nov 16, 2025
img
ছাত্রলীগের ঢাবি শাখার নেতা আটক Nov 16, 2025
নতুন বাংলাদেশের রাজনীতি নিয়ে যা বললেন সাদিক কায়েম Nov 16, 2025
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের অঙ্গীকার নির্বাচন কমিশনের Nov 16, 2025
img
২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন Nov 16, 2025
পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজে প্রভাষকদের কর্মবিরতি ঘোষণা Nov 16, 2025
কলেজ ভাঙচুরের প্রতিবাদে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন Nov 16, 2025
নভেম্বরেই বিএনপির ৬৩ আসনে মনোনয়ন চূড়ান্ত Nov 16, 2025
img
রাগের মুহূর্তে চুপ থাকাই পরিণত সিদ্ধান্ত : অক্ষয় কুমার Nov 16, 2025
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক বিভাজকের গাছ কাটায় বৃক্ষ প্রেমীর ক্ষোভ Nov 16, 2025
শেখ হাসিনা আমার মায়ের মতো: কাদের সিদ্দিকী Nov 16, 2025
দুই ঘণ্টার ব্যবধানে দুই বিস্ফোরণ: তদন্তে পুলিশ Nov 16, 2025
img
গণভোটের ফলে নিন্দিত হতে পারে কমিশন: কাদের সিদ্দিকী Nov 16, 2025
আমি স্বপ্ন দেখি এমপি–মন্ত্রী হওয়ার, দায়িত্ব পেলে কোনো গরিব রাখব না Nov 16, 2025
img
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মেহজাবীন Nov 16, 2025
img
এবারের নির্বাচনে পোস্টাল ভোটিংসহ বহু নতুন বিষয় : সিইসি Nov 16, 2025
img
বরিশালে অনির্দিষ্টকালের জন্য চলছে বাস ধর্মঘট Nov 16, 2025