বান্দরবানে শেল বিস্ফোরণে সেনা সদস্য নিহত, আহত ১১

বান্দরবানে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল বিস্ফোরিত হয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলি ফায়ারিং রেঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা বলেন, আমতলি এলাকাটি সেনা সদস্যদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত। শুক্র ও শনিবার সেখানে টেস্ট ফায়ারিং চলছিল।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে আহত ১১ জনকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

সেনাবাহিনীর ৬৯ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, শুক্রবারের টেস্ট ফায়ারিং শেষে শনিবারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তখনই কোনো একটি অবিস্ফোরিত শেলে বিস্ফোরণ ঘটে বলে তারা ধারণা করছেন।

 

টাইমস/জেডটি

Share this news on: