শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেইসবুকে পোস্ট, তোপের মুখে এসিল্যান্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের ফেইসবুক একাউন্ট থেকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেছেন পোস্টটি ফেসবুক হ্যাক করে দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে এই পোস্ট দেওয়া হয়। সামাজিক মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর সরাইলজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

এই ঘটনার পর সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীর তোপের মুখে পড়েন তিনি। এরপর তিনি মাঠ থেকে ফিরে যান। এর প্রায় পৌনে একঘণ্টা পর সেই পোস্ট মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্ট করা এতে প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে এ ঘটনাকে নাটক দাবি করে সরাইল উপজেলা বিএনপির নেতাকর্মীরা এসিল্যান্ডের অপসারণ দাবি করেছেন।

এসিল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পোস্টটিতে লিখা ছিল-

‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা।’

‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।’

‘আমাদের স্বপ্ন-একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত।’

‘অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এদেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...'

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, সরাইলের এসিল্যান্ড ফ্যাসিবাদের দোসর। তার এই নাটকে কাজ হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, ইতিমধ্যে বিষয়টি অবগত হয়েছি। এসিল্যান্ডকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয়েছে। তিনি জানিয়েছেন তার ফেসবুক হ্যাক হয়েছিল। তবে ঘটনাটি তদন্ত করছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পদক্ষেপ নেওয়া হবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

মোদিকে নিয়ে ফুটবল খেলছেন ট্রাম্প! Mar 29, 2025
img
‘কালা চশমা’-র নকলে শাকিব-নুসরাতের গান, সমালোচনার মুখে বাংলাদেশ! Mar 29, 2025
img
বিএনপি নেতার বিরুদ্ধে পুকুর থেকে ২৮ লাখ টাকার মাছ লুটের অভিযোগ Mar 29, 2025
নায়ক সিয়াম চুল-দাড়ি কাটেননি কয়েক মাস, লুঙ্গি পরেই থাকছেন বেশিরভাগ সময়! Mar 29, 2025
img
স্বামী পরিচয়ে সংসার, প্রেমিকের হাতেই তরুণী খুন Mar 29, 2025
ঈদে বুবলি-সিয়ামের জংলি, মুক্তির আগেই টাকা উঠে গেছে! Mar 29, 2025
img
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, অব্যাহত থাকার আভাস Mar 29, 2025
img
৩৩৪টি পরমাণু বোমার সমান ছিল মিয়ানমার ভূমিকম্পের শক্তি Mar 29, 2025
সুস্থ হয়ে যাদেরকে কৃতজ্ঞতা জানালেন তামিম Mar 29, 2025
img
প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা বিজয়ের Mar 29, 2025