নোয়াখালীতে ইফতার আনা নিয়ে গৃহবধূকে গলা টিপে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বাবার বাড়ি থেকে আনা নিয়ে রাশেদা আক্তার প্রিয়াংকা (১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে উপজেলার দেউটি ইউনিয়নের ফিতাম্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে উপজেলার দেউটি ইউনিয়নের মইছ খোলা গ্রামের খলিলুর রহমানের কন্যা রাশেদা আক্তার প্রিয়াংকার সঙ্গে একই ইউনিয়নের ফিতাম্বরপুর গ্রামের ফজল হকের ছেলে আলাউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর আলাউদ্দিন বিদেশ যাওয়ার জন্য শশুরবাড়ি থেকে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। প্রিয়াংকার বাবা মেয়ের সুখ-শান্তির কথা চিন্তা করে দাবীকৃত ৩ লাখ টাকা খরচ করে জামাতাকে ওমান পাঠায়। এরপর থেকে প্রিয়াংকার শ্বশুর বাড়ির লোকজন আরও নানা রকম জিনিসপত্র দেয়ার জন্য দাবি করে।

প্রিয়াংকার চাচাতো ভাই ফারুক অভিযোগ করেন, শুক্রবার রাতে রমজানের ইফতার ও ঈদ সামগ্রী বাবার বাড়ি থেকে আনার জন্য প্রিয়াংকাকে চাপ দেয়। এ ঘটনায় প্রিয়াংকার শ্বশুরের পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। ওই দিন রাতে তার ননদ ননী আক্তার এবং ননদের স্বামী ফরহাদ প্রিয়াংকাকে গলাটিপে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

সোনাইমুড়ী থানার ওসি আবদুর সামাদ আজাদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ