ভারতে লোকসভা নির্বাচনে শেষ ধাপের ভোট

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনে সপ্তম ও শেষ দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববারের এ পর্বে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯ আসনে ভোট হচ্ছে। শেষ পর্বে মোট ভোটার ১০ কোটি ১ লক্ষ ৭৫ হাজার ১৫৩। ভোট গ্রহণের জন্য ১ লক্ষ ১২ হাজার ৯৯৩ টি ভোটকেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন। এ পর্বে মোট প্রার্থীর সংখ্যা ৯১৮ জন।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অধিকাংশ আসনেই সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ঝাড়খণ্ড, বিহার ও উত্তর প্রদেশের কয়েকটি কেন্দ্রে বিকাল ৪টার মধ্যে ভোট শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে।

এ পর্বে উত্তরপ্রদেশের ১৩টি, পাঞ্জাবের ১৩টি, পশ্চিমবঙ্গের ৯টি, বিহারের ৮টি, মধ্যপ্রদেশের ৮টি, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি ও চণ্ডীগড়ের ১টি আসনে ভোটগ্রহণ হবে।

নির্বাচনে উত্তর প্রদেশের বারানসি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার জন্য লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পর্বের ভোটের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের সাত পর্বের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীদের মধ্যে বিহারের পটনা সাহিবে শত্রুঘ্ন সিনহা, সাসারামে মীরা কুমার, হিমাচল প্রদেশের হামিরপুরে অনুরাগ ঠাকুর, পঞ্জাবের গুরুদাসপুরে সানি দেওল, চণ্ডীগড়ে কিরন খের, ঝাড়খণ্ডের ধুমকায় শিবু সরেন, পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে চলচ্চিত্র তারকা নুসরাত জাহান, যাদবপুর আসনে মিমি চক্রবর্তী, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন।

গত ছয় দফায় হওয়া রাজনৈতিক হিংসা মাথায় রেখে এবার পশ্চিমবঙ্গে সুষ্ঠ‌ু এবং অবাধ নির্বাচন করাই প্রধান চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। শনিবারও রাজ্যটিতে নির্বাচনি সহিংসতায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ৭১০ কোম্পানি সদস্য মোতায়েন করা হয়েছে রাজ্যটিতে।

১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ দফায় লোকসভার ৪৮৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৩ মে সব ভোট গণনা করে ওইদিনই ফল প্রকাশের কথা রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ