হাইকোর্টের রায়ে স্থানীয় জনগণ ৩০ বছর পর পুকুর ব্যবহারের অনুমতি পেল

দীর্ঘ ৩০ বছর পর জয়পুরহাটের কালাইয়ে হাইকোর্টের রায়ে ১২ একর ৬৫ শতক পুকুর ও পুকুরের পাড় ব্যবহারের অনুমতি পেল স্থানীয় জনগণ।

বুধবার (২ এপ্রিল) জয়পুরহাট জজ কোর্টের অ্যাডভোকেট লুৎফর রহমান ১৬ পাতার রায়ের কপিটি স্থানীয় জনগণের সামনে পেশ করেন। পুকুরটি জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের পূর্বকৃষ্টপুর গ্রামে অবস্থিত।

রায়ের আলোকে জয়পুরহাট জজ কোর্টের অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, পূর্বকৃষ্টপুর মৌজার ১২ একর ৬৫ শতক পুকুর তৎকালীন জমিদার কালীকেশ চট্টোপাধ্যায় স্থানীয় জনগণের ব্যবহারের জন্য লিখে দেন।

এরপর থেকেই স্থানীয় বাসিন্দারা তা ব্যবহার করে আসছিলো। মাঝখানে আব্দুল মজিদ ও মারফত জামান ফকির তাদের নামে ভিত্তিহীন কাগজ তৈরি করে ওই সম্পত্তি নিজেদের বলে দাবি করে। পরে এই ঘটনার প্রেক্ষিতে মামলা হলে হাইকোর্ট তার রায়ে ওই সম্পত্তি জনগণ ব্যবহার করবে এমন রায় ঘোষণা করেন।

জনগণের নামের সম্পত্তি বিবাদীপক্ষ ভুয়া কাগজ তৈরি করে দখলের চেষ্টা করে। এতে স্থানীয়রা হাইকোর্টের দারস্থ হলে বিবাদীপক্ষ ওই সম্পতি তাদের নামে প্রমাণ করতে না পারায় মহামান্য হাইকোর্ট এলাকার জনগণের পক্ষে এ রায় ঘোষণা করেন।

এ রায়ে আনন্দে মেতে উঠেছে এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা বলছেন, হাইকোর্টের যুগান্তকারী এ রায় এলাকাবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এসএম/টিএ

Share this news on: