ফেনীতে রমজানে নিখোঁজ হওয়া ৩১ কিশোর-কিশোরীর মধ্যে ২৪ জন উদ্ধার

ফেনীতে গত এক মাসে ৩১ কিশোর-কিশোরী নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ১৭ কিশোরী ও ৭ কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন।

ফেনী মডেল থানা সূত্রে জানা যায়, রমজান মাসে (মার্চ) থানায় ২৪ জন কিশোরী ও ৭ জন কিশোরের নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছিল। তার মধ্যে ১৭ জন কিশোরী ও ৭ জন কিশোরকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কিশোরীদের মধ্যে বেশিরভাগেরই নিখোঁজে প্রেমঘটিত কারণ ছিল। এছাড়া ৭ কিশোরদের মধ্যে বেশিরভাগ বিভিন্ন মাদরাসা থেকে পালিয়েছিল।

নামে প্রকাশ না করার শর্তে শহরের পাঠানবাড়ী সড়কের এক কিশোরীর অভিভাবক বলেন, আমার মেয়ে শহরের একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত। গত ৩০ মার্চ দুপুরে আমাদের অগোচরে মেয়ে বাড়ি থেকে সটকে পড়ে। পরবর্তী থানায় জিডি করলে দুই দিন পরে পুলিশ ঢাকার নারায়ণগঞ্জ থেকে মেয়েকে উদ্ধার করেছে। তখন জানতে পেরেছি পার্শ্ববর্তী বাসার সমবয়সী এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক মো. বেলাল উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সম্প্রতি এমন দুটি উদ্ধার কাজে অংশ নিয়েছিলাম। যেখানে টিকটক ও ফ্রি-ফায়ার গেমস খেলতে গিয়ে ছেলে-মেয়ের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ঘর ছাড়ার পর মেয়ের পরিবার সাধারণ ডায়েরি করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান বলেন, শুধু রমজান মাসেই ৩১ জন কিশোর-কিশোরীর নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছিল। তারই প্রেক্ষিতে ১৭ জন কিশোরীকে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে। যেখানে বেশিরভাগই প্রেমঘটিত বিষয় ছিল। এদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ২১ বছরের মধ্যে। এছাড়া রমজানে বিভিন্ন মাদরাসা পড়ুয়া ৭ জন শিক্ষার্থীর নিখোঁজ ডায়েরি হয়েছিল। তাদেরও পুলিশ উদ্ধার করেছে। এসব বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত। 


Share this news on: