লোকসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে বিজেপি

প্রায় আড়াই মাসের টানটান উত্তেজনা ও কথার লড়াই শেষে বৃহস্পতিবার ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণা শুরু হয়েছে​। সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ভোট গণনা শুরু হয়।

সকাল সাড়ে নয়টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শরিকেরা।

এদিকে ভোট গণনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গসহ কলকাতায় ব্যাপক নিরাপত্তা গ্রহণ করেছে ইসি। রাজ্যে গণনাকেন্দ্র ঘিরে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্ট্রংরুম (ইভিএম রাখার কক্ষ) ও গণনা হলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বাইরে অর্থাৎ মূল গেটে রয়েছে সশস্ত্র রাজ্য পুলিশ। সব মিলে রাজ্যে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীর ২০ হাজার সদস্য।

ভোট গণনার পুরো প্রক্রিয়াই হচ্ছে ভিডিও ক্যামেরার সামনে। ভোট গণনায় প্রত্যেক প্রার্থীর প্রতিনিধিদের পাশাপাশি রয়েছেন নির্বাচনী পর্যবেক্ষকেরা। প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট। এর পরেই ইভিএম গণনা শুরু হবে। প্রতিটি ইভিএম গণনা প্রক্রিয়ায় লাগবে প্রায় আধঘণ্টা।

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে ১৯ মে।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ