খুলনায় সুবিধাবঞ্চিত শিশুরা পেল ‘স্বপ্নের’ ঈদ পোশাক

খুলনায় সুবিধাবঞ্চিত ৮৪ জন শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করেছে ‘স্বপ্নের দোকান’। নতুন পোশাক পেয়ে শিশু ও তাদের অভিভাবকদের মুখে হাসি ফুটেছে।

শনিবার দুপুরে নগরীর শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটে ‘স্বপ্নের দোকান’ থেকে পছন্দমতো ঈদ পোশাক শিশুদের হাতে তুলে দেয়া হয়।

বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ‘স্বপ্নের দোকান’ খুলনা ব্রাঞ্চ পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করেছে কমনওয়েলথ ডেভেলপমেন্ট ফর পিস (সিডিপি) নামে একটি সংস্থা।

শনিবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কের দক্ষিণ গেটে ‘স্বপ্নের দোকান’ এ নতুন পোশাকের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। আর পূর্বের ঘোষণা অনুযায়ী নগরীর বিভিন্ন প্রান্ত থেকে সুবিধাবঞ্চিত শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে পোশাক নিতে আসে। ছেলে-মেয়ে উভয়ের জন্যই ছিল এ সুযোগ। ফ্রগ, শার্ট, গেঞ্জি যার যেটি পছন্দ শিশুদের হাতে সেটিই তুলে দেয়া হয়।

‘স্বপ্নের দোকান’ খুলনা ব্রাঞ্চ ম্যানেজার শিঞ্জয় রায় বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতেই তাদের হাতে নতুন পোশাক তুলে দেয়া হয়েছে। খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ২৬টি ব্রাঞ্চ থেকে শনিবার একই সঙ্গে ঈদ পোশাক বিতরণ করা হয়। এর মধ্যে খুলনায় ৮৪টি পোশাক বিতরণ করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ