ব্রাইট ফিউচার হোল্ডিংসের এমডির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

রাজধানী উত্তরায় ব্রাইট ফিউচার হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলাম সোহেলের (৪০) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।

এছাড়া একই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তা পারভীন আক্তার (২৯),কাজী সামছুর রহমান (৪০) হারুন অর রশিদ বাবুর (৪০) বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগও করেছেন তিনি।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ মামলার আর্জি নিয়ে মঙ্গলবার ঢাকার নয় নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যান। পরে ট্রাইব্যুনালের বিচারক মো. শরীফ উদ্দিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করতে উত্তরা পশ্চিম থানাকে নির্দেশ দেন।

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী আরজিতে বলেছেন, গাজীপুরে তিন কাঠা জমি কেনাবেচায় প্রতারণা অভিযোগে ব্রাইট ফিচার হোল্ডিংসের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা রয়েছে, যার বাদীও তিনি। এই মামলাটিতেও রেজাউল ইসলাম সোহেলসহ আরও কয়েকজন আসামি। গত ২৩ এপ্রিল প্রতারণার ওই মামলায় হাজিরা দিতে এসে বাদীকে আপসের প্রস্তাব দেন রেজাউল।

বাদীর অভিযোগ, প্রস্তাবে রাজী হলে পরদিন কথা মতো তিনি উত্তরা পশ্চিম এলাকার সেক্টর সাত এর পাঁচ নম্বর সড়কের ৭ নম্বর বাড়িতে রেজাউলের প্রতিষ্ঠানে যান। সেখানে তাকে প্রতারণার মামলা তুলে নিতে বলেন রেজাউল। তিনি রাজি না হলে আসামিরা তাকে একটি কক্ষে আটকে চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে রেজাউল তাকে ধর্ষণ করেন। ওই সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা পারভীন আক্তার মোবাইলে ধর্ষণের ঘটনাটি ভিডিও করেন। তিনি ওই কক্ষ থেকে বের হওয়ার চেষ্টা করলেও অন্যরা তাকে বাধা দেন বলে অভিযোগ ওই গৃহবধূর।

আইনজীবী শুভ্র সিনহা জানান, মামলায় বাদী ছাড়াও আরও তিনজনকে সাক্ষী করা হয়েছে।

 

টাইমস/এসআই

Share this news on: