রাজনীতিবিদদের নিয়ে ‘৩০ টাকার ইফতার’ খেল বিএনপি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে কয়েদি হিসেবে তার জন্য বরাদ্দ ’৩০ টাকার ইফতার’ দিয়ে জোট শরিকসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের নিয়ে ইফতার করেছেন বিএনপি নেতারা।

৩০ টাকার এই ইফতারে ছিল- একটি জিলাপি, একটা পেঁয়াজু, একটি বেগুনি, দুইটি খেজুর, একমুঠো মুড়ি, ছোলা ভাজি এবং ছোট একটি পানির বোতল।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এই ইফতার পার্টির আয়োজন। এতে জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় ঐক্যজোটে, পেশাজীবী নেতৃবৃন্দসহ দুই সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের এই আয়োজনে অংশ নিতে হচ্ছে। আপনারা সবাই জানেন যে, গণতন্ত্রের মাতা দীর্ঘদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন তাকে সম্পূর্ণ একটি মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। এই রমজান মাসে যখন আমরা এখানে সমবেত হয়েছি, তখন তিনিও কারাগারে থেকে বন্দি অবস্থায় হাসপাতালের ছোট্ট একটি কক্ষে ইফতারের জন্য অপেক্ষা করছেন। তার ইফতারের জন্য সরকারের বরাদ্দ মাত্র ৩০ টাকা।।’

তিনি আরো বলেন, ‘সেজন্যই আজকে আমরা যে আয়োজন করেছি, সেই আয়োজন আমাদের সকল নেতা-কর্মী যে অনুভুতি, যে বেদনাবোধ, সে কারণে আজকে আমাদের ইফতারের আয়োজনও ৩০ টাকার মধ্যেই সীমাবদ্ধ রেখেছি।’

আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে ফখরুল বলেন, ‘আপনাদের কষ্ট হলেও আপনারা দয়া করে এটাকে স্বীকার করে নেবেন। শুধুমাত্র সেই নেত্রীর প্রতি সম্মান দেখানোর জন্য।’

ফখরুল বলেন, ‘আজকে জগদ্দল পাথরের মতো একটা জগদ্দল সরকার চেপে বসে আছে। সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, রাষ্ট্রের স্তম্ভ ভেঙে দিয়েছে। আমরা একটা ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আসুন আমরা সবাই আল্লাহর কাছে এ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি।’

খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের আশু আরোগ্য কামনাসহ আটক নেতা-কর্মীদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ