‘এস-৪০০ কিনলে তুর্কি পাইলটদের প্রশিক্ষণ বাতিল করবে আমেরিকা’

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের পাইলটদের এফ-৩৫ জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচি আমেরিকা বাতিল করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন এফ-৩৫ বিমান তৈরির প্রক্রিয়ার সঙ্গে জড়িত দুজন কর্মকর্তা।

রয়টার্সকে ওই দুই কর্মকর্তা জানান, পেন্টাগন এখনো তুরস্কের পাইলটদের প্রশিক্ষণ কর্মসূচি বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে রাশিয়া থেকে এস-৪০০ কেনার চুক্তি বাতিল না করলে এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি বাতিল করা হতে পারে পাশাপাশি তুরস্ককে ন্যাটো সামরিক জোট থেকেও বহিষ্কারের সম্ভাবনা রয়েছে।

অত্যাধুনিক জঙ্গি বিমান এফ-৩৫ তৈরিতে আমেরিকার অংশীদার ছিল তুরস্ক। তুরস্কের কাছে ১০০টি এফ-৩৫ বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ আমেরিকা । চুক্তি অনুযায়ী বিমান কিনলে মার্কিন বিশেষজ্ঞরা তুর্কি পাইলটদের প্রশিক্ষণ দেবে।

সম্প্রতি রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই এই সংকট শুরু হয়।

তবে কোনো হুমকি ধমকি এস-৪০০ কেনা থেকে তুরস্ককে ফেরাতে পারবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 

টাইম/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ