এক নজরে আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব

ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। এতে অংশ নিয়েছে সেরা ১০টি দল। আর সেনাপতির মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়কেরাও। অন্যান্য যেকোনো খেলার চেয়ে ক্রিকেটের অধিনায়কত্ব অনেক গুরুত্বপূর্ণ। কারণ ক্রিকেটের অধিনায়কেরা দলকে বেশি প্রভাবিত করতে পারেন।

আসুন সংক্ষেপে জেনে নিই আফগান অধিনায়ক গুলবাদিন নায়েবের কথা।

আফগানিস্থানের অধিনায়ক গুলবাদিন নায়েব ১৪ জুন ১৯৯১ সালে লোগার প্রদেশ, আফগানিস্তানে জন্মগ্রহণ করেন।

খেলোয়াড়ি জীবন: গুলবাদিন নায়েব ডানহাতি ব্যাটিং ও মিডিয়াম ফাস্ট বল করে থাকেন।

নায়েবের একদিনের আন্তর্জাতিক খেলায় কানাডা জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিষেক হয়।

তিনি এলএ সর্বোচ্চ ১০০ রান এবং সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছিলেন। তার বোলিং গড় ৩৩.০০।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on: