সিলেট আড়ং শোরুমে সাংবাদিক নিষিদ্ধ!

সিলেটের বিভিন্ন শপিং মল, কাপড়ের দোকানে টেলিভিশন সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য প্রবেশ করতে পারেন। তবে ব্যতিক্রম আড়ং। সিলেট শহরের আড়ং শোরুমে কোনো টেলিভিশন সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক ও ইনডিপেনডেন্ট টেলিভিশন সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ বাংলাদেশ টাইমসকে বলেন, ‘২৮ মে সংবাদ ও ফুটেজ সংগ্রহের জন্য সিলেট শহরের আড়ংয়ের শোরুমে যাই। কিন্তু আমাদের প্রবেশ করতে দেয়া হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমার ধারণা কোনো ঘাপলা থেকে আমাকে প্রবেশ করতে দেয়া হয়নি। যা খুবই সন্দেহজনক।’

বৃহস্পতিবার সময় টেলিভিশনের সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম এ আহাদ ফেসবুকে লিখেছেন, সিলেটের একমাত্র শপিংমল আড়ং যেখানে সাংবাদিকদেরকে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়া হয় না! বুঝলেন কিছু?’

এম এ আহাদের এই পোস্টের পর পরই আড়ংয়ের এই সিদ্ধান্তের প্রতি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র নিন্দা জানান।

এ নিয়ে ফেসবুক ব্যবহারকারী তামিমুল করিম হৃদয় বলেন, ‘বাহ! আড়ং বাংলাদেশ ব্যাংক হয়ে উঠেছে তাই ক্যামেরা অ্যালাউ করছে না।

হিমাদ্রি সরকার ভদ্র বলেন, ‘ডাকাতি ঢাকতে ডুকতে দেয়া হয় না।’

ফজলুর রহমান বলেন, ‘ঝামেলা আছে, আড়ং-কে বয়কট করুন।’

কাওসার তালুকদার বলেন, ‘বর্জন ছাড়া বিকল্প নেই।’

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বাংলাদেশ টাইমসকে বলেন, ‘বেশ কয়েক বছর আগে আমি সিলেট আড়ং-এ গিয়েছিলাম কেনাকাটার সংবাদ সংগ্রহ করার জন্য। কিন্তু আমাকে আড়ং-এ প্রবেশ করতে দেয়া হয়নি। যা খুবই নিন্দনীয় কাজ। সিলেটের সবগুলো শপিং মল ও বিভিন্ন ব্রান্ডের কাপড়ের দোকানে সংবাদ সংগ্রহের জন্য ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায়। শুধু ব্যতিক্রম সিলেট আড়ং। আমি এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সিলেট আড়ং-এ সাংবাদিকদের কেন ঢুকতে দেয়া হচ্ছে না এই প্রশ্নের জবাবে সিলেট আড়ং আউটলেটের সুপারভাইজার ফাতেমা আক্তার নিশাত বাংলাদেশ টাইমসকে বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি।’

 

টাইমস/এসআই

Share this news on: