বৃহস্পতিবার বৃষ্টি থাকবে

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়ায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। যার পরিমাণ ৭১ মিলিমিটার। কুষ্টিয়া জেলার কুমারখালীতে ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

রাজধানী ঢাকার বৃষ্টির পরিমাণ ছিল ৪৪ দশমিক ৪ মিলিমিটার। ঈশ্বরদীতে ৪৪, পটুয়াখালীর খেপুপাড়ায় ১৩, কিশোরগঞ্জের নিকলীতে ৩৬, রাজশাহী, গোপালগঞ্জ ও মাদারীপুরে ১৪, কক্সবাজারের কুতুবদিয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

টাইমস/টিএইচ

Share this news on:

সর্বশেষ