ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। 

নিহত জবেদ আলী ওই গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন- ফারুক, তাহের, তাহেরের স্ত্রী ও মেয়ে এবং নিহত জবেদ আলীর ছেলে জুলহাস। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোনাপুর গ্রামে পারিবারিক জমি নিয়ে নুর মোহাম্মদের ছেলে ফারুক হোসেন ও ইসমাইল হোসেনের ছেলে জবেদ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই জমিতে জবেদ আলীর পরিবারের লোকজন কাজ করতে গেলে ফারুক হোসেনের পরিবার তাতে বাধা দেয়। ঝগড়ার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় জবেদ আলী ও তার ছেলে খায়রুল আহত হন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জবেদ আলীকে মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে হত্যার অভিযোগে ফারুক হোসেন ও রফিক মিয়াকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য জবেদ আলীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ