নোয়াখালীতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে

নোয়াখালীর চৌমুহনীতে অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার সকাল ৬টার দিকে চৌমুহনীর ইসলাম মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের আটটি টিম প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, সকালে স্টেশন এলাকার একটি কোকারিজ দোকান থেকে প্রথমে একটু ধোয়া বের হয়। কোনো কিছু বুঝে উঠার আগেই দোকানে আগুন জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির জানান, প্রথমে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ও জেলা শহর মাইজদীসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

একটি স্টেশনারি দোকানের ভেতরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: