প্রবাসীদের সীমিত পরিসরে হলেও ভোটাধিকার দিতে চায় কমিশন: সিইসি

সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের শুরুতে এসব কথা বলেন সিইসি।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সিইসি বলেন, পৃথিবীর অনেক দেশে আউট অব কান্ট্রি ভোটিং আছে। তবে অনেক দেশ এটি শুরু করেও পারেনি নানা সমস্যায়। পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি। আমরা এটি চালু করতে চাই। সীমিত পরিসরে শুরুটা অন্তত হোক।

নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি সেই পদ্ধতি বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া চালু করতে চাই।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই। এই উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই।

তবে রাজনৈতিক দলের সমর্থন না পেলে কোনো চেষ্টায় সফল হবে না বলেও মনে করিয়ে দিয়েছেন সিইসি।

এদিকে আগামী ১৫ মে’র মধ্যে সকল রাজনৈতিক দলকে প্রবাসী ভোটারদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন কমিশনার প্রধান আবুল ফজল মো. সানাউল্লাহ।
সেমিনারে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পদ্মশ্রীপ্রাপ্ত মালায়ালাম পরিচালক শাজি এন করুণ আর নেই Apr 29, 2025
img
নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে: প্রধান উপদেষ্টা Apr 29, 2025
img
‘লাইভ স্ট্রিমিং’ করে গণহত্যা, অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের Apr 29, 2025
img
রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Apr 29, 2025
img
আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন?- শবনম ফারিয়ার Apr 29, 2025
img
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর দাবি ফ্রিল্যান্সারদের Apr 29, 2025
img
বিস্ফোরণে নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে প্রাণ গেলো ২৬ জনের Apr 29, 2025
img
পুতুলের ফ্ল্যাট জব্দ, দেখাশুনার জন্য রিসিভার নিয়োগ Apr 29, 2025
img
আমি কী করব, কিভাবে বাঁচব, তা একমাত্র আমিই ঠিক করি : বাঁধন Apr 29, 2025
img
শেখ হাসিনা-জয়সহ ১৮ জনের গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ Apr 29, 2025