ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়ার ১৫৬৪ সালের ২৬ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের স্ট্রাটফোর্ডে অন-অ্যাভনে।
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক ও বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তিনি ইংল্যান্ডের ‘জাতীয় কবি’ এবং ‘বার্ড অব অ্যাভন’ নামেও পরিচিত।
তিনি ৩৮টি নাটক, ১৫৪টি সনেটসহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করে গেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্য কর্ম হচ্ছে- রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য কমেডি অব এররস, দ্য মার্চেন্ট অব ভেনিস, দ্য টেমপেস্ট, টুয়েলফথ নাইট, জুলিয়াস সিজার, হ্যামলেট, ওথেলো ও অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা।
বিশ্ববিখ্যাত এই নাট্যকার ১৬১৬ সালের ২৩ এপ্রিল মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি-
“জ্ঞান হচ্ছে সেই পাখা যাতে ভর
করে স্বর্গে পৌঁছানো যায়।”