সোমবারের মধ্যে বাঙালিদের কর্ণাটক ছাড়ার হুমকি বিজেপি নেতার

সোমবারের মধ্যে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে বসবাসকারী ১৩ হাজার বাঙালিকে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি।

এসব বাংলাভাষী কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ড এলাকার বস্তিতে এক দশকেরও বেশি সময় ধরে বসবাস করে আসছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে।

রোববার দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে তাদের পরিবার পরিজন নিয়ে এই বস্তিতে বসবাস করে আসছেন পশ্চিমবঙ্গের এই বাঙালিরা। তাদেরকে  বাংলাদেশি অনুপ্রবেশকারী’ উল্লেখ করে এলাকা ছাড়ার নির্দেশ দেন অরবিন্দ।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব বাঙালির ভারতের পরিচয়পত্র, আঁধার কার্ড সহ অন্যান্য প্রমাণপত্রও আছে। যাদের বেশির ভাগ ব্যক্তি নির্মাণ শিল্পের শ্রমিক হিসেবে কাজ করেন।

হুমকির সত্যতা স্বীকার করে বিজেপি বিধায়ক অরবিন্দ লিম্বাভালি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ওই বস্তির শ্রমিকদের রাজ্য ছেড়ে যেতে বলেছি। কারণ ওরা সব বাংলাদেশি অনুপ্রবেশকারী। দেশের নিরাপত্তার প্রশ্নে ওরা বিপজ্জনক।

এ ব্যাপারে আদালতের কোনো উচ্ছেদের নোটিশ পায়নি বলে জানিয়েছেন বস্তিবাসীরা। অরবিন্দ লিম্বাভালির এই হুমকির পর বস্তিবাসী বাঙালিরা সাহায্য চেয়েছেন পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের।

এ বিষয়ে হোয়াইট ফিল্ড এলাকার পুলিশ কর্মকর্তা আবদুল আহাদ জানিয়েছেন, ওই বস্তিবাসীরা যে বাংলাদেশি অনুপ্রবেশকারী তার কোনো প্রমাণ নেই। কারণ তাদের সবারই ভারত সরকারের দেওয়া পরিচয়পত্র রয়েছে।

এর আগে আসামের বিজেপি সরকার সেখানকার বাঙালিদের তাড়ানোর উদ্যোগ নেয়। একইভাবে রাজস্থান ও গুজরাটের বাঙালিদের হুমকি দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: