ভাগ্নের অপহরণ নিয়ে ফেসবুক লাইভে সোহেল তাজ

৯ দিনেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভের কোনো সন্ধান মেলেনি।

ভাগ্নে নিখোঁজ হওয়ার পর শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক স্ট্যাটাস তার ভাগ্নেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

এরপর সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে নিখোঁজ ভাগ্নের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

এর একদিন পর মঙ্গলবার সন্ধ্যার পর ভাগ্নের অপহরণ নিয়ে ফেসবুক লাইভে আসেন সোহেল তাজ। এসময় তার সাথে লাইভে ছিলেন সৌরভের মা ইয়াসমিন ও বাবা মানিক।

ফেসবুক লাইভে সোহেল তাজ সৌরভের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

সোহেল তাজ জানান, আমার মামাতো বোনের ছেলে সৌরভ গত ৯ দিন ধরে নিখোঁজ। সৌরভকে অক্ষত অবস্থায় সুস্থভাবে ফেরত পাওয়ার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করছি।

তিনি বলেন, সৌরভের মা-বাবা এখন আমার বাসাতেই আছেন। এ সময় তিনি সৌরভের বাবা-মায়ের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

ভাগ্নের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে যা বললেন সোহেল তাজ

সৌরভের বিষয়ে পুলিশ আপনাদের কোনো সহযোগিতা করছে কিনা, সোহেল তাজের এমন প্রশ্নের জবাবে নিখোঁজ সৌরভের বাবা বলেন, থানা থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আমি নিজেই যোগাযোগ রাখছি। ওসি জিজ্ঞাসা করেন- আপনারা সংবাদ সম্মেলনের পরে কোনো খবর পাননি? আমি বলেছি, এটা বাংলাদেশের সাধারণ মানুষসহ প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এখনো কোনো সন্ধান পাইনি।

সিসিটিভির ফুটেজের কথা উল্লেখ করে তিনি বলেন, এতে অনেক তথ্য রয়েছে। ফুটেজ দেখে অনেক বিষয় শনাক্ত করা সম্ভব।

ছেলেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, এর আগে আমার ছেলেকে রোজায় বনানীর বাসা থেকে যারা তুলে নিয়ে যায়, তারাই নির্দোষ বলে ফেরত দিয়ে যায়।

সৌরভকে উদ্ধারে পুলিশ কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘তারা র‌্যাব-১ পরিচয়ে তুলে নিয়ে গিয়েছিল। ছেলেকে পৌঁছে দেয়ার পর সাদা কাগজে আমাদের হেফাজতে দেয়া হয়েছে বলে লিখিয়ে নেয়া হয়েছে তখন।’

ওই সময় র‌্যাব জানায়, আমরা একটা তথ্য থেকে তাকে আটক করেছিলাম। কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ। তাই তাকে আপনার হেফাজতে দিয়ে গেলাম।

অন্যদিকে ফেসবুক লাইভে সৌরভের মা ইয়াসমিন জানান, সৌরভ বলেছে- মা, আমাকে যারা তুলে নিয়ে গিয়েছিল, তারা আমাকে চাকরি দেবে। ওরা চাকরি দেয়ার কথা বলে সৌরভকে ডেকে নিয়ে গেছে। যে দিন ও এ-বাসা থেকে বের হয়, সেদিন ও নিজের সব সনদপত্র সঙ্গে নিয়ে গিয়েছিল।

নিখোঁজ হওয়ার একদিন আগে ওরাই সৌরভকে ফোন দিয়ে ডেকে নেয় দাবি করে ইয়াসমিন বলেন, ৯ জুন দুজন অফিসার চট্টগ্রাম আসে। তারা ওকে নিয়ে গেছে বলে আমার ধারণা।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাগ্নে অপহৃত, আল্টিমেটাম!

প্রসঙ্গত, গত ৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ হন তরুণ সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ।

পরিবারের দাবি, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে পরিকল্পিতভাবে অপহরণ করানো হয়েছে। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

সৌরভ ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্টফিল্ম বানাতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

 

টাইমস/জেডটি

Share this news on: