ডেল কার্নেগি ১৮৮৮ সালের ২৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের মেরীভিলে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আমেরিকান লেখক ও অধ্যাপক। পাশাপাশি একাধারে বিখ্যাত আত্ম উন্নয়নমূলক প্রশিক্ষণমালা যেমন: সেফ-ইম্প্রুভমেন্ট, সেলসম্যানশিপ, কর্পোরেট ট্রেনিং, পাবলিক স্পিকিং ও ইন্টার পার্সোনাল স্কিল-এর উদ্ভাবক।
বালক বয়সে তিনি প্রতিদিন ভোর চারটায় উঠে গৃহপালিত গরুগুলো থেকে দুধ দোয়াতেন। এ কাজের ভেতরেও তিনি ওয়ারেন্সেবার্গের সেন্ট্রাল মিশৌরি স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যান।
কার্নেগির লিখিত সংগ্রহশালার প্রথম প্রকাশ “পাবলিক স্পিকিং: এ প্র্যাক্টিক্যাল কোর্স ফর বিজনেস ম্যান” (১৯৩২ সালে)। তার লেখা ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস’ ১৯৩৬ সালে প্রকাশিত বইটি আজও প্রচণ্ড জনপ্রিয়। সে সময় বইটি বেস্ট সেলারের মর্যাদা পায়। ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ ওরিং অ্যান্ড স্টার্ট লিভিং, লিঙ্কন দ্য আননোন এবং আরও অনেক বইয়েরও লেখক তিনি।
ডেল কার্নেগি ১৯৫৫ সালের ১ নভেম্বর, ৬৬ বছর বয়সে তার নিজ বাড়িতে ইউরেমিয়া জটিলতাসহ হকিংস রোগে মারা যান।
তার একটি বিখ্যাত উক্তি-
“কর্মহীন জীবন, হতাশার
কাফনে জড়ানো একটি
জীবন্ত লাশ।”