প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক সমরেশ বসু। তিনি ১৯২৪ সালে ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ঢাকার বিক্রমপুরে।
কালকূট ও ভ্রমর তার সাহিত্যিক ছদ্মনাম। তার লেখা ছোট গল্পের সংখ্যা ২০০ ও উপন্যাসের সংখ্যা ১০০। তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার ও আনন্দ পুরস্কার লাভ করেন।
তার উল্লেখযোগ্য রচনাবলি হচ্ছে-
উত্তরঙ্গ, গঙ্গা, প্রজাপতি, দেখি নাই ফিরে, সওদাগর, কোথায় পাবো তারে, স্বীকারোক্তি, অবশেষে, মহাকালের রথের ঘোড়া ইত্যাদি।
বাঙালি এই ঔপন্যাসিক ১৯৮৮ সালে ১২ মার্চ মৃত্যুবরণ করেন।
তার একটি বিখ্যাত উক্তি
‘জীবন আমাদের ইচ্ছাধীন নয়।’