পাকিস্তানের ১৩৫, ভারতের ৪১৭ ফ্লাইট বাতিল

পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ভারতের সামরিক বাহিনীর হামলার পর থেকে ভারত ও পাকিস্তানে প্রায় সাড়ে পাঁচশ ফ্লাইট বাতিল করা হয়েছে। পাকিস্তানে বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ ও ভারতের প্রায় তিন শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে বলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে।
 
ফ্লাইটরাডার২৪-এর হিসাব অনুযায়ী, পাকিস্তানে মোট ১৩৫টি ফ্লাইট আর ভারতে ৪১৭টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ভারতের শীর্ষস্থানীয় সব এয়ারলাইন্স তাদের যাত্রীদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করেছে।

দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বলেছে, জম্মু, শ্রীনগর এবং লাদাখের লেহ বিমানবন্দরসহ বেশ কিছু বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় তারা নির্ধারিত ফ্লাইটগুলো ১০ মে সকাল পর্যন্ত বাতিল করেছে।
 
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১৫ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন।
 
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

হামলা-পাল্টা হামলা নিয়ে উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তানের সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাজকুমার রাওয়ের সঙ্গে আইটেম গানে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী May 08, 2025
img
সরকারের সমালোচনা করার কারণ জানালেন রাশেদ খান May 08, 2025
img
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান May 08, 2025
img
আবদুল হামিদের দেশ ত্যাগ সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল May 08, 2025
img
জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার May 08, 2025
img
সরকার যেন কোনো দুর্বলতা না দেখায় : জামায়াত আমির May 08, 2025
img
রমনা বটমূলে বোমা হামলা : মঙ্গলবার জানা যাবে মামলার রায় May 08, 2025
img
অন্তর্বর্তী সরকারের কাছে দুটি প্রশ্ন রাখলেন হাসনাত আব্দুল্লাহ May 08, 2025
img
ভারতে চলছে সর্বদলীয় বৈঠক May 08, 2025
img
পিএসএলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তায় মাঠে সেনাবাহিনী May 08, 2025