মা-বাবার সাথে ছোট্ট শিশু মারিয়াও হাজতে!

চুরির মামলায় দুই দিনের রিমান্ডে থাকা বাবা ফরিদ উদ্দিন খান ও মা নুর ভানুর সঙ্গে তাদের ছোট্ট শিশু মারিয়াও থানা হাজতে বন্দি।

শুক্রবার রাতে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে শিশু মারিয়ার বাবা-মাকে পুলিশ গ্রেপ্তার করে।

এর আগে একই এলাকার ওয়াদুদ হোসেন নামে এক ব্যক্তি ওই স্বামী-স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় মামলা করেন।

শনিবার সকালে সখীপুর থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওয়াদুদ হোসেনের বাসায় কাজের ভুয়া হিসেবে কাজ করতেন নুর ভানু। ওই বাসার আলমারির তালা ভেঙে নুর ভানু স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করেন।

পরে চুরি করা জিনিসপত্র তার স্বামীর মাধ্যমে বিক্রি করেছেন বলে এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনকেই ওই মামলায় আসামি করেন বাদি ওয়াদুদ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই ফারুক হোসেন বলেন, চুরির মামলার আসামি স্বামী-স্ত্রীকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সখীপুর থানা ওসি আমির হোসেন বলেন, স্বামী-স্ত্রী দুজনেই এজাহারভুক্ত আসামি। তবে তাদের শিশুসন্তান মারিয়া আসামি নয়।

 

টাইমস/জেডটি

Share this news on: